নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে ছাগলে ধান খাওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ইমাম হোসেন (৫৯) নামের একজন কৃষক নিহত হয়েছে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এতে নারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছে।
রবিবার দুপুরে কৃষকের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান।
নিহত ইমাম হোসেন উপজেলা নায়েকপুর ইউনিয়নের আখাঁশ্রী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
এতে গুরুতর আহত হয়েছে দু’পক্ষের কারী ইসলাম (৫০) রফিকুল ইসলাম ৩০) তৌহিদ মিয়া ( ৩৫) ,নারী সহ অন্তত ১৮ জন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এলাই মিয়ার একটি ছাগল রুবেলের ধানের জমিতে গিয়ে ধান খায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ইমাম হোসেন ঝগড়া থামাতে গিয়ে টেটার আঘাতে গুরুতর আহত হয়। পরে স্বজনরা স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ইমাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কৃষক ইমাম হোসেন মৃত্যু বরণ করেন।
নিহত ইমাম হোসেনের বড় ভাই ইমান রাশিদ বলেন, আমার ছোট ভাই ইমান হোসেন ঝগড়া ফেরাতে গিয়েছিল। পরে পরিকল্পিতভাবে ইদ্রিস মিয়ার লোকজন মিলে আমার ছোট ভাইয়ের দিকে এলোপাথাড়ি বল্লম দিয়ে আঘাত শুরু করে। বল্লমের আঘাত বুকের নিচে লেগে আমার ছোট ভাই নিহত হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।
মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?