সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর অভিযোগে ছাত্রলীগের সাবেক তিন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা ও রাতে শহরের হাসপাতাল ও জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এরশাদুল করিম, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মামুন এবং একই উপজেলার সাবেক সদস্য রনি ইসলাম।
এরশাদুল করিম শহরের খুটামারা এলাকার বাসিন্দা এবং বাকি দুজনের বাড়ি শহরের জুম্মাপাড়া এলাকায়।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম জানান, “নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক এই নেতারা সামাজিক মাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণের মাঝে উসকানি দিচ্ছিলেন।”
তিনি আরও বলেন, আটক এরশাদুল করিম একসময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমানের এপিএস হিসেবে দায়িত্ব পালন করতেন।
তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে ডিবি।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?