নেত্রকোনা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এঁর “মা” আমিনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৫ টায় কলমাকান্দার হুগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামের নিজ বাড়িতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন
জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক এক শোক বার্তায় বলেন, আল্লাহ উনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতে আশ্রয় দান করুন।
শোক প্রকাশ করেছেন জেলা জামায়াতে ইসলামী, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মোজাম্মেল হক মিলন, পূর্বধলা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
শোক বাণীতে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, আমিনা খাতুন মহিলা জামায়াতের একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি ইসলামি আন্দোলনের জন্য যে ত্যাগ করেছেন তা আমাদের জন্য প্রেরণার। আল্লাহ তায়ালা ইসলামি আন্দোলনের জন্য উনার অসামান্য অবদানকে কবুল করুন।
শোক জানিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক, ডা: আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারি মহাসচিব ও নেত্রকোনা জেলার সাংগঠনিক নেতা গাজী আব্দুর রহিম রুহী।
নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?