নেত্রকোনা প্রতিনিধি :
ফিলিস্তিনে বর্বোরচিত নারী, শিশু ও গণহত্যা বন্ধের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার আছর আছরের নামাজের পর সর্বস্তরের তৌহিদী জনতা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
বাজারের তিন রাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিঞ্চাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য ও সাবেক নেত্রকোনা জেলা আমীর অধ্যক্ষ মাওলানা এনামুল হক, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও নেত্রকোনা জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহিম রুহী,
দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন হেফাজতে ইসলামীর সভাপতি মাওলানা আলী আশরাফ, অধ্যাপক শফিকুল ইসলাম, মুহাম্মদ সারওয়ার জাহান জনি, মাওলানা জিল্লুল কবির, মাওলানা আবুল বাশার, মাওলানা আব্দুস সালাম ও মাওলানা সায়মন সাদ প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে বর্বোরচিত নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। হত্যাযজ্ঞ বন্ধ না হলে জাতিসংঘের মহাসচিবকে ইজরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যতায় বাংলাদেশের মুসলমান আর নীরব থাকবে না।
দেশের মানুষদের ইজরায়েলের সব ধরনের পণ্য বর্জনের আহ্বান জানান বক্তারা। এছাড়াও ইজরায়েলের সাথে সব ধরনের চুক্তি বাতিলের জন্য অন্তর্বর্তী সরকার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সমাবেশ শেষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম উম্মাহ এর শান্তি কামনায় মোনাজাত পড়া হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?