মজনুর রহমান আকাশ, মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া এগারপাড়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি একরামুল হক তাজুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
স্থানীয়দের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোহেল রানা। তিনি জানান, একরামুল হকের পিতা মরহুম মোজাম্মেল হকসহ এলাকার আরও অনেকে প্রতিষ্ঠাকালিন সদস্য থাকলেও একরামুল হক তাজু বিগত সরকারের আমলে অবৈধ ক্ষমতা প্রয়োগ করে একটানা ১২ বছর যাবৎ সভাপতির দায়িত্বে পালন করে প্রতিষ্ঠানটিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন।
গ্রামের অনেক মানুষের দান অনুদানে মাদ্রাসাটি তৈরি হলেও ২০০৯ সালে সে নিজ ক্ষমতা বলে তার পিতা মরহম মোজাম্মেল হককে একক প্রতিষ্ঠাতা হিসাবে দেখিয়ে ম্যানেজিং কমিটিতে আজীবন একজন প্রতিষ্ঠাতা সদস্য রাখার রেজুলেশন অনুমোদন করে। এছাড়াও নৈশ প্রহরী, আয়া ও পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে নিয়োগ দিয়ে ষাট লক্ষ টাকা হাতিয়ে নেন।
নৈশ প্রহরী আশরাফুল ইসলামকে অবৈধভাবে কয়েক দফা বয়স কমিয়ে সুবিধা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। তাছাড়াও একরামুল হক তাজু তার স্ত্রী নার্গিসকে গোপনে সভাপতি করিয়ে কমিটি অনুমোদন করায়। যা এলাকার কেউ জানেনা। এই কমিটি বাতিল ও সকল দুনীর্তির তদন্ত করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি করেন স্থাণীয়রা জানান।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে সোহেল রানাসহ আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও শিক্ষক কামরুজামান, ওয়ার্ড বিএনপির সভাপতি আলিহিম, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, ষোলটাকা ইউনিয়ন যুবদলের সভাপতি সাপ্পের আলীসহ বিভিন্ন পযাের্য়র মানুষ উপস্থিত ছিলেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?