সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
সোমবার (৭ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা মাজার মোড়ে একটি পুলিশবাহী ট্রাকে ড্রাম ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত হন। পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগ্রাম বার্নীর মেলায় নিরাপত্তা দিতে লালমনিরহাট পুলিশ লাইন থেকে একটি ট্রাকে করে ১৫ সদস্যের দলটি রওনা দেয়। পথে হাড়িভাঙ্গা মাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ড্রাম ট্রাকটি তাদের গাড়িকে সরাসরি ধাক্কা দেয়।
গুরুতর আহত ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তারা হলেন এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেশ চন্দ্র, কনস্টেবল সাইফুল ইসলাম, মোজাম্মেল হোসেন, সবুজ মিয়া ও মানিক।
মাঝারি ও হালকা আঘাতপ্রাপ্ত ৯ জন লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তারা হলেন কনস্টেবল নয়ন, জাফর (গাড়িচালক), শাহাদত, লুৎফর, ইলিয়াস, মোস্তফা। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এসআই আবু বকর, নায়েক রাহিনুল ও নায়েক শাখাওয়াত।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ ঘটনায় জড়িত ড্রাম ট্রাকের চালক সোহানকে গ্রেফতার করেছে। লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি নুরনবীর মতে, “ঘটনাস্থলে তদন্ত চলছে। চালকের বিরুদ্ধে প্রাসঙ্গিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?