মোঃ মাকসুদুর রহমান ,শেরপুর জেলা প্রতিনিধি:
আজ ৭ এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১২টায় শেরপুর জেলার সর্বস্তরের জনগণের আয়োজনে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদলকে পূর্ব পরিকল্পিত নৃশংসভাবে হত্যার প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গত ২৫ ফেব্রুয়ারি শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর ভুঁইয়াচর এলাকায় বিএনপি নেতা গোলাম জাকারিয়া বাদলকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করে। এঘটনায় ওই চিহ্নিত সন্ত্রাসীদের আসামী করে নিহত গোলাম জাকারিয়া বাদলের স্ত্রী মোছাঃ পপি বেগম বাদী হয়ে গত ২৮ ফেব্রুয়ারি শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচিতে নিহত বাদলের স্ত্রী এক বক্তব্যয় অভিযোগ করে বলেন, ওই হত্যাকান্ডের ঘটনার পর আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং এতে বাদীসহ বিচার প্রার্থীরা নিরাপত্তাহীন ও হুমকির আশংকা করছে। তাই অবিলম্বে সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রদক্ষেপ গ্রহণ ও হস্তক্ষেপের দাবি জানান।
এসময় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক প্রচার সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু, জেলা ছাত্রদল সাবেক সভাপতি শওকত হোসেন, থানা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক এনামুল হক রাজু, ভাতশালা ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক রইছ উদ্দিন, শহর ছাত্রদল সদস্য সচিব আসিফ, কামারিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আঃ কাদের প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেন নিহত গোলাম জাকারিয়া বাদলের স্ত্রী, সন্তানসহ বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীরা।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?