জাবের হোসেন, (ফটিকছড়ি প্রতিনিধি)
চট্টগ্রামের ফটিকছড়িতে ভাইয়ের দায়ের কোপে গুরুতর আহত ছোট ভাই মো. মাসুম ও মা জুলেখা খাতুনের মৃত্যু হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট হাসপাতালে মা জুলোখা ও দুইদিন আগে ছোট ভাই মাসুমের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান শিপন।
মৃত জুলেখা খাতুন (৬০) ও মাও. মাসুম (৩৫) ভূজপুর ইউনিয়নের ভোঁলা গাজী বাড়ির নিবাসী।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল শুকনো একবস্তা পাতা সরানোর মতো তুচ্ছ বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই ইয়াসিন ধারালো অস্ত্র (রামদা) দিয়ে ছোট ভাই মাসুমের ওপর হামলা করে।
তাকে বাঁচাতে গিয়ে এলে দায়ের কোপে মা জুলেখা খাতুন গুরুতর আহত হন। এ সময় আহত হন ছোট ভাই মাসুমও। ঘটনা স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গত শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়। এর দু’দিন পর আজ রবিবার আহত মা জুলেখা খাতুনকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?