আক্কাছ আলী (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের নয়াগাও এলাকার বনগ্রাম গ্রামের ভাড়াটিয় বাসা থেকে আলেয়া (৩৭) নামের নারীর মরদেহ উদ্ধার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ। রবিবার রাত ৯ টার দিকে ওই মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর হতে ওই নারীর স্বামী তার সন্তানদের নিয়ে উধাও রয়েছে। ধারনা করা হচ্ছে ওই নারীর স্বামীই তাকে গলায় ওড়না পেচিয়ে খুণ করেছে।
জানা যায় ৩ এপ্রিল মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিশমারি গ্রাম থেকে স্বামী রুবেল লস্করের সাথে কর্মসংস্থানের জন্য ৩ সন্তান সাথে নিয়ে বালিগাঁও ইউনিয়নের নয়াগাঁও এলাকার বনগ্রাম গ্রামে আসেন আলেয়া বেগম।
ওই এলাকার এক নারীর বাড়িতে গত ৩ এপ্রিল ঘড় ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন তারা। রবিবার ৬ এপ্রিল দুপুরের পর ভাড়াটিয়া বাসার ঘরের দরজা বাহির হতে লাগিয়ে স্বামী রুবেল লস্কার সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়ে যান।
পরে সন্ধ্যার দিকে বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে তারা স্থাণীয়দের জানালে স্থাণীয়রা পুলিশ খবর দিলে পুলিশ গিয়ে ওই নারীএ বিষয়ে টঙ্গীবাড়ী থানা ওসি মহিদুল ইসলাম বলেন, ঘরে লাশ দেখতে পাওয়ার সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে রাত ৯ টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মনে হচ্ছে গলায় ওড়না জাতীয় কিছু পেচিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?