শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
ফেসবুকের কারিশমায় ভাইরাল হওয়া কথিত গরিবের জাফলং, মিনি জাফলং নামে পরিচিত পাওয়া সেই ভাইরাল জাফলংয়ে বন্ধুদের সাথে গোসল করতে নেমে সাদাত হোসেন (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের “গরিবের জাফলং, মিনি জাফলং” নামে পরিচিত বাঙালি নদীর ওপর নির্মিত জোরগাছা ব্রিজের নিচে এ দূর্ঘটনা ঘটে।
সাদাত ধুনট উপজেলার বিলচাপড়ী গ্রামের ইকবাল হোসেনের ছেলে এবং শেরপুরের আরডিএ ল্যাব স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার বাবা একই স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। ইকবাল হোসেনের একমাত্র সন্তান ছিল সাদাত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে নানার বাড়ি শেরপুরের সূত্রাপুর গ্রামে বেড়াতে আসে সাদাত। সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে ” মিনি জাফলংয়ে গোসল করতে গিয়ে নদীতে পড়ে যায় সে। নদীর পানি কম থাকলেও পাশে গভীর খাদ থাকায় ডুবে যায় সাদাত।
শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে যান। তবে তার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাদাতের নানা মোখলেসুর রহমান বলেন, ‘সকালবেলা আমাদের অজান্তেই সাদাত বাড়ি থেকে বেরিয়ে যায়। নদীতে তেমন স্রোত ছিল না, কিন্তু সে সাঁতার জানতো না।
স্থানীয়রা জানিয়েছেন, জোরগাছা ব্রিজের নিচের নদীটি বেশ গভীর এবং স্রোতপ্রবণ, যা শীতকালে এবং বর্ষায় আরও বিপদজনক হয়ে ওঠে। নদীটিতে আগেও এমন দুর্ঘটনা ঘটেছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, পুলিশ দুর্ঘটনার কারন খতিয়ে দেখছে এবং আইনি প্রক্রিয়া শেষে সাদাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?