নিজস্ব প্রতিনিধি:
নগরকান্দা রেল স্টেশনে ঈদকে কেন্দ্র করে চতুর্থ দিনেও উল্লেখযোগ্য সংখ্যাক মানুষের সমাগম লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ফরিদপুরের নগরকান্দা রেলস্টেশনে ভ্রমণপিপাসুদের ভীড় দেখা যায়। অনেকেই পরিবার ও বন্ধু-বান্ধবসহ ঘুরতে এসেছেন। স্টেশনটি নগরকান্দা সদর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। খুলনা টু ঢাকা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন এখানে যাতায়াত করে, যা স্টেশনটির নিরাপত্তা নিশ্চিত করে। অবস্থানগত সৌন্দর্যের কারণে ঈদ উৎসবকে ঘিরে স্টেশনটি হয়ে ওঠে মানুষের মিলনমেলা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহিব্বুল্লাহ বলেন, গ্রামের বাড়িতে এসে ঘুরতে এসেছি এই স্টেশনে। যেহেতু নগরকান্দা উপজেলা হিসেবে উন্নতির মহাসড়কে উঠতে পারেনি এবং এখানে মনোরম দর্শনীয় স্থান কম, তাই ঈদের মতো বড় উৎসবে নগরকান্দা রেলস্টেশন হয়ে ওঠে এক মিলনমেলা। ধর্ম, দল, মত নির্বিশেষে সবাই এখানে আসে।
শিশু-কিশোর থেকে শুরু করে কর্মজীবী মানুষ নতুন প্রাণের সঞ্চার করে ঘুরতে আসে। আমি মনে করি অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে নগরকান্দায় কিছু দর্শনীয় স্থান গড়ে তোলা অত্যন্ত জরুরি। অন্যথায় অনলাইন নির্ভর যুব সমাজ আরও আসক্ত হয়ে পড়বে।
ঘুরতে আসা তাওহীদের সঙ্গে কথা বলে জানা যায়, আমাদের জয় বাংলার এই রেলস্টেশনটি একটি দর্শনীয় স্থান হিসেবে বেশ পরিচিতি পেয়েছে। ঈদের চতুর্থ দিনেও আমরা চার বন্ধু মিলে ঘুরতে এসেছি। এখানে লোকসমাগম ছিল দেখার মতো। আমাদের ঈদের আনন্দগুলো এই স্থানের সঙ্গে ভাগ করে নিচ্ছি এবং এমন একটি ঘোরার জায়গা পেয়ে আমরা খুব খুশি।
নগরকান্দায় ভালো কোনো দর্শনীয় জায়গা নেই। উপজেলা প্রশাসন হেলিপ্যাডে মিনি পার্ক করেছিল, কিন্তু যথাযথ সংস্কারের অভাবে দর্শনার্থীর সংখ্যা কমে গেছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?