মো:ফারুক আহমেদ: ঘাটাইল
স্বামী বা স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক অথবা অন্যান্য পারিবারিক সমস্যায় ঝগড়াঝাটির এক পর্যায়ে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়ছে। সমঝোতার অভাব এবং সন্দেহর বশবর্তী হয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামে তেমনই স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলার মত স্পর্শকাতর ঘটনা ঘটেছে।
বুধবার (২ এপ্রিল) রাতে ঘাটাইল উপজেলার লোকেরপাড়া গ্রামে মোবারক হোসেনের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।
আহত মোবারক হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং লোকেরপাড়া গ্রামের মোহাম্মদ লুলু খানের ছেলে। স্ত্রী রত্না বেগম পঞ্চগর জেলার দেবীগঞ্জ উপজেলার বানেশ্বর পাড়া গ্রামের আজগর আলীর মেয়ে। মোবারক-রত্না দম্পতির সাড়ে তিন বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক নানা কলহের জের ধরে ব্লেড দিয়ে তার স্বামীর পুরুঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাঁধা দেন লোকেরপাড়া গ্রামের রশিদ ও তার মেয়ের জামাতা তাসকিন।
রত্না বেগম জানান সংসারে খুব অশান্তি নানান টেনশন আমার মাথায় দিয়া থুইছে। এক মাস যাবৎ আমার স্বামী আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে বলে।
ভুক্তভোগী মোবারক জানান আমি আমার স্ত্রী নিয়ে ঢাকাতে থাকি। রমজান মাসে আমার স্ত্রী কে গ্রামের বাড়ীতে রাখছি ছুটি শেষে তিনি আমাকে ঢাকা নিয়ে যেতে বলে আমি না করি এবং বাবা মার সাথে থাকতে বলি। তিনি বলে আমাকে ঢাকা না নিয়ে গেলে আমি তোমার সংসার করবো না, দূর্ঘটনা ঘটাব।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?