নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া (আসামপাড়া) এলাকায় নিজ বাড়িতে বৈদ্যুতিক শকে হাবিবুর রহমান হাবিব (২২) নামের এক নব বিবাহিত যুবকের মৃত্য হয়েছে।
আজ ১এপ্রিল (মঙ্গলবার) সকাল আনুমানিক ৯.৩০ ঘটিকায় নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া (আসামপাড়া) এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান হাবিব বিপ্রবেলঘড়িয়া আসামপাড়া গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে। সে একই উপজেলার দিয়ারকাজিপুর (ত্রিমোহনী) বাজারে কম্পিউটার ও ফটোকপির দোকান করতো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যুবকটি নিজ ঘড়ে সদ্য সিমেন্টের প্রলেপ দেয়া মেঝো ও দেয়ালে সাবমারসিবল পাম্পের মাধ্যমে পানি দিয়ে ভেজানোর সময় সে বৈদ্যুতিক বাল্বের একটি ঝুলন্ত হোল্ডার, যাতে না ভিজে যায় তাই সে সেটিকে এক হাতে নিয়ে অন্য হাতে থাকা পানির পাইপ দিয়ে মেঝো ও দেয়াল ভেজানোর সময় এক পর্যায়ে আরেক হাতে থাকা বৈদ্যুতিক বাল্বের হোল্ডারটি হাত থেকে ভেজা মেঝোতে পরে গিয়ে ভেঙ্গে গিয়ে তাতে থাকা ফেজ তারটি ভেজা মেঝোতে শট সার্কিট তৈরি করে এতে হাবিবুর রহমান হাবিব বৈদ্যুতিক শকে আক্রান্ত হয়ে সজোড়ে দেয়ালে আঘাত পায়
পরে পরিবারের লোকজন মেইন সুইস বন্ধ করে তাকে উদ্ধার করে,নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। পারিবারের লোকজন আরও জানায় সে গত ১৪ দিন আগে বিয়ে করেছে। আজ তার শ্বশুর বাড়ির লোকজন তার বাড়িতে আসার কথা ছিলো।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকাবাসী শোকাহত এবং নিহত যুবকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?