নজরুল ইসলাম,লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে এইচ আর এন্ড বীর ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (৩০) মার্চ সারাদিন লালমোহন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রী তুলেদেন লালমোহন পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান ইলিয়াছ।
তিনি জানান, ফাউন্ডেশনটি প্রতিবছরই বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি আয়োজন করে থাকে, তারই ধারাবাহিকতায় এবছরও ঈদ উপহার বিতরণ করেছি। এতে অসংখ্য গরীব ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে। তিনি আরও বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু মাত্র ঈদের দিনটি উৎযাপন করা নয়, বরং এই উৎসবের মাধ্যমে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে একটু সুখ ও আনন্দ নিয়ে আসতে চাই।
ঈদ উপহার বিতরণের মধ্যে ছিল নতুন জামা-কাপড়, খাদ্যসামগ্রী, এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে এই উপহারগুলি তাদের ঈদের আনন্দের অনুভূতিকে আরও বৃদ্ধি করেছে।
এইচ আর এন্ড বীর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই কর্মসূচি সমাজের গরীব ও অসহায়দের জন্য একটি বড় ধরনের সহায়তা প্রদান করেছে। ফাউন্ডেশনটির এ ধরনের মানবিক উদ্যোগগুলি সবার কাছে প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রæতি দিয়েছেন ফাউন্ডেশেনের কর্তৃপক্ষ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?