সোহেল রানা,সিংগাইর
২৯ মার্চ শনিবার বিকাল ৫ টায় সিংগাইরের ভূমদক্ষিণ এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগে এক হৃদয়গ্রাহী রমজানের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভূম দক্ষিন স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এরপর ইসলামিক আলোচনায় রমজানের ফজিলত, সংযম, আত্মশুদ্ধি এবং দান-সদকার গুরুত্ব তুলে ধরা হয়। আলোচকরা বলেন, রমজান কেবল রোজা রাখার মাস নয়, এটি আত্মগঠন ও নৈতিক উন্নয়নের একটি বিশেষ সুযোগ।
এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় আয়োজিত এ মাহফিলে বিশেষ দোয়া করা হয় সমাজের শান্তি, সমৃদ্ধি ও দেশের কল্যাণ কামনায়। পরিশেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন এবং মিলনমেলার এ আয়োজনে আন্তরিকতা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ সৃষ্টি হয়।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?