মো:ফারুক আহমেদ টাঙ্গাইল
টাঙ্গাইলে ভূঞাপুরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মীকে পিটিয়ে হত্যা প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে নিহত রঞ্জুর স্বজন ও এলাকাবাসী
শনিবার বেলা ১১ টায় ভূঞাপুর উপজেলার বাগবাড়ি এলাকায় ভূঞাপুর-যমুনাসেতু আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
টাঙ্গাইলের বাসাইলে রঞ্জু খন্দকার (৩৫) নামের এক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকসেবীর বিরুদ্ধে। এনিয়ে শনিবার বেলা ১১ টায় ভূঞাপুর উপজেলার বাগবাড়ি এলাকায় ভূঞাপুর-যমুনাসেতু আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।
জানায়ায় গত শনিবার (২২ মার্চ) রাতে টাঙ্গাইলের বাসাইলের কাশিল গ্রামের মাদকসেবীরা তাকে পিটিয়ে হত্যা করে।
রোববার (২৩ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রঞ্জু খন্দকার জেলার ভূঞাপুর উপজেলার বাগবাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক খন্দকারের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মী ছিলেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?