সাব্বির হোসেন, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার এক বিকাশ ব্যবসায়ীর গলায় ছুরি চেপে প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সরকারি আলিমুদ্দিন কলেজের এক কর্মচারীসহ তিন সন্দেহভাজনকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। গত বুধবার (২৬ মার্চ) মধ্যরাতে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিকাশ ও গলামালের দোকানদার নুরুজ্জামান প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাইসাইকেলে করে টংভাঙ্গা ইউনিয়নের নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভুট্টা ক্ষেতে ওত পেতে থাকা ৫ সদস্যের ছিনতাই চক্র তাকে ঘিরে ধরে। এক সদস্য তার গলায় ছুরি চেপে ধরে, বাকিরা ব্যাগ থেকে ৩ লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। টাকা লুটের পর তিনজন দ্রুত পালিয়ে গেলেও বাকি দুজন নুরুজ্জামানকে ছেড়ে দিতে গেলে তিনি চিৎকার করে ওঠেন। এতে এলাকাবাসী এসে দুজনকে আটক করে এবং পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে আরেকজনকে গ্রেপ্তার করে।
১. নাজমুল হোসেন (২৭): সরকারি আলিমুদ্দিন কলেজের অফিস সহায়ক ও জামদ্দির ছেলে।
২. সিদ্দিক (২৫):সিংগিমারী এলাকার আমিনুর রহমানের পুত্র।
৩. মেহেদী হাসান (২০): সাজেদুল ইসলামের ছেলে।
নুরুজ্জামান হাতীবান্ধা থানায় ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী নবী জানান, “আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। ছিনতাইকৃত টাকা এখনো উদ্ধার হয়নি, তবে অভিযান অব্যাহত আছে।”
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয়রা পুলিশের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। সরকারি কলেজের কর্মচারী জড়িত থাকার বিষয়টি প্রতিষ্ঠানের সুনামে আঘাতের আশঙ্কাও প্রকাশ করেছেন কয়েকজন শিক্ষার্থীর অভিভাবক।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেরারি অপরাধীদের তালিকা তৈরি করে অভিযান জোরদার করা হয়েছে। ভিডিও ফুটেজ ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বাকি সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?