ছাইদুল ইসলাম,ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে এপি ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় অতি দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচির আওতায় গ্রাজুয়েশন কারী নারী ও পুরুষদের পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর বারোটার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত সিনিয়র এরিয়া ম্যানেজার ডেভিড শার্মার সভাপতিত্বে এক আলোচনা সভা শেষে প্রতিবন্ধী যুবকসহ ১৬ জন নারীকে পুরস্কৃত করেন উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম।
পৌরসভার এক নম্বর ওয়ার্ড ফার্শিপাড়া গ্রামের আর্জিনা খাতুন বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পড়ি। অভাবের সংসারে কি করব তা ভেবে উঠতে পারছিলাম না। এরপর ২০২৩ সালে ওয়ার্ল্ড ভিশন আমাকে একটি সেলাই মেশিন দেয়।’
তিনি আরও বলেন, ‘ওই সেলাই মেশিন দিয়ে এলাকার বিভিন্ন মানুষদের জামা কাপড় সেলাই করে দিতাম। সেই অর্থ দিয়ে পরিবারের ছেলেমেয়ের লেখাপড়াসহ চারটি ছাগলসহ হাঁসমুরগি কিনি। বর্তমানে নিজের জন্য ১০০০ এবং ছেলের জন্য ৫০০ টাকার দুইটি সঞ্চয়সহ ১০ হাজার টাকা আয় করা সম্ভব হয়েছে।’
গ্রাজুয়েট ইউপিজি পরিবার ও ওয়ার্ল্ড ভিশন জানায়, উপজেলায় বসবাসরত অতি দরিদ্র পরিবারদের টেকসই জীবিকা এবং আর্থসামাজিক স্থিতিস্থাপকতা অর্জন করতে সক্ষমের মধ্য দিয়ে চরম দরিদ্র থেকে মুক্তির পথে, সমাজে নারী ক্ষমতায়ন বৃদ্ধি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচি গুলোর মধ্যে সবজি চাষ, হাঁস-মুরগি, গরু ছাগল পালন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় ও পারিবারিকভাবে বাল্যবিবাহ বন্ধ করাসহ এমন স্নাতক সুবিধা ভুগিদের দশটি স্নাতক মানদণ্ড এবং ১৯ সূচক বিবেচনায় ১৫ জন নারী এবং একজন প্রতিবন্ধী যুবককে এই কর্মসূচির আওতায় পুরস্কৃত করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, উপসহকারী কৃষি অফিসার আশিবুুল ইসলাম, ধামইরহাট এপি, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, মুকুল বৈরাগী, শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাসদা প্রমুখ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?