হাফিজুর রহমান, জেলা সাতক্ষীরা প্রতিনিধি ;
বৃহস্পতিবার (২৭ মার্চ) সাতক্ষীরার কুমিরা ইউনিয়ন ফুটবল মাঠে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে কুমিরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ এস এম আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
সাতক্ষীরা-০১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, বিএনপি’র সাবেক সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা,
সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মোঃ রবিউল ইসলাম ও যুবদলের তালা উপজেলার যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায়, চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,
যুবদলের তালা উপজেলার আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুবদলের সাবেক সভাপতি মোঃ হাফিজুর রহমান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াসিন উল্লাহ, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলী হোসেন,
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এহসান উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান আনিচ,জাসাসের সদস্য সচিব মোঃ আবু রাসেল বিশ্বাস, শ্রমিক দলের সদস্য সচিব মোঃ শামারুল ইসলাম মিলন, যুবদল তালা উপজেলার যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম।
ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ। তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপন।, যুবনেতা মনিরুল ইসলাম মন্টু মহিলা নেত্রী শিরিনা পারভিন ও মিলি আরো অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৬বছর মানুষ ভোট দিতে পারেনি, কখনো ভোটার বিহীন নির্বাচন,
কখনো নিশি রাতের নির্বাচন, কখনো ডামি নির্বাচন করে ফ্যাশিস সরকার এদেশের মানুষের ভোট না দিতে দেওয়ায় মানুষ ভোটের কথা ভুলে গেছে। বর্তমান দেশে বিশৃঙ্খলা চলছে। নির্বাচিত সরকার ছাড়া দেশের বিশৃঙ্খলা ঠেকানো যাবে না। ইফতার মাহফিলে এ কথা বলেন।
তিনি আরো বলেন দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাছ থেকে বিরত থাকতে তৃণমূল নেতা কর্মীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন। বিশেষ করে বালু মহাল হাট বাজার ইযারা না নেওয়া এবং বিভিন্ন জায়গায় তদবির ও সালিশ বিচার না করার নির্দেশ দিয়েছেন।
আর কেউ যদি বিএনপির নাম ভাঙ্গিয়ে মাস্তানি করে তাকে ছাড় দেওয়া হবে না। নেতাকর্মীদের এমন কর্মকাণ্ড হতে বিরত থাকার আহ্বান জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলে এক হয়ে কাজ করার জন্য বলেন।
পরিশেষে নিজ দলের নেতাকর্মী ও দরিদ্র সুবিধা বঞ্চিতদের সাথে নিয়ে ইফতার করেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা ইসমাইল।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?