আক্কাছ আলী (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ শ্রীনগরে অটোরিকশা ছিনতাইকালে স্থানীয়রা জাহিদ হাওলাদার ও ইয়াসিন দিদার নামে ২ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তন্তর এলাকার (৯নং রোড) কুমার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃত জাহিদ হাওলাদার লৌহজংয়ের হাট ভোগদীয়া গ্রামের রশিদ হাওলাদারে ছেলে ও ইয়াসিন দিদার একই গ্রামের মোসলেম দিদারের ছেলে।
এলাকাবাসী জানান, পার্শ্ববর্তী লৌহজং উপজেলার মালিরঅঙ্ক বাজার এলাকা অটোরিক্সা ভাড়া নেয় ওই জাহিদ ও ইয়াসিন। অটোটি তন্তর ইউনিয়নের কুমার বাড়ির পাশে কেসি রোডে (৯নং রোড) আসলে অটো ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়া ২ জনকে আটক করে। উত্তম মাধ্যমের পর তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কয়েকজন অটো চালক বলেন, ৯নং রোডটিতে মাঝে মধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। দিনের বেলায়ও এই সড়কে আসতে ভয় পান তারা।
আটককৃতদের দেয়া তথ্যমতে, অটো ছিনতাইকালে এলাকার কয়েকজন তাদেরকে ধরে ফেলে। এ সময় সোহাগ নামে তাদের একজন সহযোগী পালিয়ে যায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ জানান, এলাকাবাসী দুজনকে অটোছিনতাইকালে আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?