ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে পৌরসভার আয়োজনে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ভিজিএফের ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এ সময় সকাল থেকে দুপুর পর্যন্ত তালিকাভুক্ত কার্ডধারী উপকারীদের উপস্থিতি বেড়ে যায়।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল দশটার সময় ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজ চত্বরে ৩ হাজার ৮১ জন কার্ড ধারী নারী ও পুরুষদের মাঝে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সর্দার।
পৌরসভা জানায়, উপজেলার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৮১ জন কার্ড ধারী নারী ও পুরুষদের মধ্যে মাথাপিছু প্রত্যেককে ১০ কেজি করে বিনামুল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এতে করে ওই পরিবারগুলো উপকৃত হয়েছে।
পৌর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এনামুল হক বলেন, “ইদানিং ভ্যান চালিয়ে খুব একটা রোজগার করতে পারিনা। অর্থনৈতিক সংগঠি কারণে ঈদকে সামনে রেখে পরিবারের কেনাকাটাও তেমন করতে পারেনি।
এই অভাবের সংসারে পৌরসভা থেকে ১০ কেজি চাল পেয়ে স্ত্রীর সন্তানদের নিয়ে পেট পুরে ভাত খেতে পারবো।”
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পৌর নির্বাহী অফিসার সজল কুমার মন্ডল, ধামইরহাট পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান,
উপজেলা একাডেমিক সুপারভাইজার ও ট্যাগ অফিসার কাজল কুমার সরকার, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাজিদ বিল্লাহ প্রমুখ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?