মনিরুল ইসলাম ডাবলু,,নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ৯ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আজাদ মিনা(৫৫) নামের এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
সোমবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার বাঁশিলা গ্রাম থেকে অভিযুক্তকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। এ ঘটনায় রাতেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন শিশুটির নানা।
স্থানীয় সূত্রে জানা যায়,শিশুটির জন্মের কিছুদিন পর তার মা মারা যায়। তখন থেকেই শিশুটি ও তার ভাইসহ নলডাঙ্গার বাঁশিলা গ্রামে তার নানা বাড়িতে থাকতো।
অভিযুক্ত আজাদ মিনা(৫৫) কিছুদিন আগে শিশুটির বাড়িতে রাজমিস্ত্রির কাজ করে। ঐ সময় আজাদ মিনা বাড়িতে শিশুটিকে একা পেয়ে কৌশলে ডেকে নিয়ে মুখ চেপে ধরে
অবৈধভাবে যৌন কামনা চরিতার্থ করার লক্ষে শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শ কাতর স্থানগুলোতে স্পর্শ করতে থাকে,এক পর্যায়ে শিশুটি পাশের ঘরের জানালায় হাত দিয়ে আঘাত করিলে,শিশুটির নানি জানালা দিয়ে দেখতে পায় অভিযুক্ত আজাদ মিনা শিশুটির
মুখ চেপে ধরে আছে। তখন শিশুটির নানি চিৎকার দিলে অভিযুক্ত আজাদ মিনা শিশুটিকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
বিষয়টি এলাকার জানাজানি হলে গতকাল সোমবার রাত ১০টার দিকে স্থানীয় এলাকাবাসী আজাদ মিনাকে আটক করে নলডাঙ্গা থানা পুলিশকে সোপর্দ করে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লা ও নলডাঙ্গা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়।
শিশুদের প্রতি এ ধরনের নেক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের কঠিন শাস্তির প্রদান করা প্রয়োজন। যাতে এমন কাজ ভবিষতে আর করতে না পারে।
এ ব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,শিশুটিকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত আজাদ মিনাকে আটক করা হয়েছে। শিশুটির বয়স ৯ বছর। অভিযুক্ত আজাদ মিনার বয়স ৫৫ বছর।
এ ঘটনায় থানায় শিশুটির নানা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যাক্তিকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?