কুমিল্লা প্রতিনিধিঃ
সম্পত্তি লিখে না দেয়ায় বৃদ্ধ পিতাকে পিটিয়ে আহত করেছে কবির হোসেন(৩৫) নামে এক বখাটে ছেলে।
সোমবার (২৪ মার্চ) বিকেলে কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের উত্তর আকালিয়া গ্রামের আব্দুস সালামকে (৭৫) গ্যাসের পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে।সারাদিন রোজা থাকার পর ঘরে ইফতার করতে গেলে তাকে পিটিয়ে হাত,পা ভেঙ্গে দেয় তার আপন ছেলে।
এলাকাবাসী ও বৃদ্ধ জানায়,আবদুস সালাম চার সন্তানের জনক। স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর নিজেই রান্না করে খেতে হয়।
কিছুদিন পুর্বে কবির হোসেন প্রতারণা করে তার কাছ থেকে ১ শতক জমির পরিবর্তে ৮১ শতক জমি রেজিষ্ট্রি করার চেষ্টা করে ব্যর্থ হয়।
এছাড়াও কবির হোসেন আব্দুস সালামের সমস্ত সম্পত্তি গ্রাস করার জন্য সকল দলিল, স্ট্যাম্প, প্রয়োজনীয় কাগজপত্র আটকিয়ে রেখেছে। এবিষয়ে তিতাস থানায় একটি অভিযোগও করেছন আব্দুস সালাম।
বর্তমানে আব্দুস সালাম চিকিৎসাধীন রয়েছেন।
একজন রোজাদার বৃদ্ধ পিতাকে এভাবে পিটিয়ে হ-ত্যা চেষ্টাকে নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?