ঢাকা, ২৩ মার্চ ২০২৫: রাজধানীর গলফ গার্ডেন মিলনায়তনে অনুষ্ঠিত হলো এসএসসি ৯৬ ও এইচএসসি ৯৮ ব্যাচের বার্ষিক ইফতার মাহফিল। আয়োজক ছিল রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন। দেশ-বিদেশ থেকে আসা ৬০০-র অধিক সদস্যের অংশগ্রহণে এটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে যুক্ত হোন দেশের আবাসন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান রিয়েল ক্যাপিটা গ্রুপ-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আরিফুজ্জামান, যিনি রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন-এর নির্বাহী কমিটির অন্যতম সদস্য।
২০১৫ সালে এসএসসি ৯৬ ও এইচএসসি ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের সংযুক্ত রাখতে ফেসবুকে একটি গ্রুপ খোলা হয়। তবে এটি শুধু ভার্চুয়াল কমিউনিটিতেই সীমাবদ্ধ থাকেনি। ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে ২৩,০০০+ সদস্যের এক বিশাল সামাজিক সংগঠনে পরিণত হয়েছে।
সংগঠনটি অসচ্ছল ও অসুস্থদের চিকিৎসা সহায়তা, মানবিক সহায়তা, রক্তদান কর্মসূচি, শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, বৃক্ষরোপণ ও স্বেচ্ছাসেবামূলক নানা কার্যক্রম পরিচালনা করছে।
আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এবং এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপের প্রতিষ্ঠাতা মারুফ আজম অভি। তার নেতৃত্বে এক চৌকস দল নিবিড় পরিকল্পনা ও নিষ্ঠার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করে।
রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে পরিচালনার পরিকল্পনা করছে। সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?