সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুয়া স্বেচ্ছাসেবক দলের নেতা হিসাবে পরিচয় দিয়ে এক গৃহবধূকে অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যানের শাস্তি হিসেবে হত্যা ও ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে হাবিব মিয়া (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে।
গত সোমবার (২৪ মার্চ) রাতে ওই নারী আদিতমারী থানায় হাবিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অনুযায়ী, হাবিব মিয়া আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের হাফেজ আলীর ছেলে এবং নিজেকে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক দাবি করে আসছিল। গৃহবধূর স্বামী আব্দুল মালেকের সাথে হাবিবের ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক থাকলেও,
হাবিব তার স্ত্রীকে রাস্তায় উত্যক্ত করা, মোবাইলে অশালীন বার্তা পাঠানো এবং শারীরিক সম্পর্কের প্রস্তাব দিতে থাকে। গৃহবধূ প্রতিবাদ করায় হাবিব তাকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যার হুমকি দেয়।
বিষয়টি স্বামী মালেকের জানাজানার পর হাবিবকে ফোন করে জিজ্ঞাসাবাদ করা হলে সে আরও হুমকি দেয় “আমি স্বেচ্ছাসেবক দলের নেতা, প্রতিবাদ করলে তোমাদের দুজনকেই হত্যা করব।” নিরাপত্তাহীনতায় গৃহবধূ থানায় অভিযোগ করেন।
হাবিব মিয়া ঘটনাটিকে “সাজানো” বলে দাবি করে বলেন, “আমাকে হেয় করতে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।” তবে সাপ্টিবাড়ি ইউনিয়নে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের কোনো কমিটি না থাকায় তার সাংগঠনিক সম্পাদক পদ দাবির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।
লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার বলেন, “ইউনিয়নে কোনো কমিটি নেই। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আদিতমারী থানার ওসি আকবর আলী জানান, অভিযোগটি তদন্তাধীন এবং প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সম্প্রদায়ের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে, যেখানে স্বেচ্ছাসেবক দলের নামে ব্যক্তি বিশেষের অনৈতিক কর্মকাণ্ড সামাজিক নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?