লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলাধীন বদরপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মার্চ) আসরের নামাজের পর নবীনগর বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল।
এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন পৌর বিএনপির আহবায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, শফিউল্যাহ হাওলাদার,
এ.এন.এম ফয়সাল হায়দার তালুকদার, উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের, উপজেলা যুব দলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহিন।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এর সুস্থ্যতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান মারুফ এবং সঞ্চালনা করেন বদরপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সাধারন সম্পাদক জসিম মেম্বার।
এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্চাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, কৃষক দল, মৎস্যদলের নেতাকর্মীরা ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?