সাব্বির হোসেন, (লালমনিরহাট প্রতিনিধি):
বাংলাদেশের মাদকমুক্তি অঙ্গীকারের প্রতীক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশজুড়ে মাদকবিরোধী অভিযান তীব্রতা বাড়িয়েছে। “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে র্যাবের অভিযানের ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানা এলাকায় সম্প্রতি এক অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় ২৭৯ বোতল ফেন্সিডিল ও ৪টি অটোরিকশা জব্দ করা হয়েছে।
র্যাব রংপুরের একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ২২ মার্চ ২০২৫ তারিখ রাতে লালমনিরহাটের কালীগঞ্জ থানার তুষভান্ডার ইউনিয়নের ৬নং ওয়ার্ডে অভিযান চালায়। মেসার্স রওশন ফিলিং স্টেশনের সামনে লালমনিরহাট থেকে রংপুরগামী পাকা সড়কে সন্দেহভাজন ৪টি অটোরিকশা তল্লাশি করে মাদক উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয় তিন সদস্যের মাদক চক্রকে।
আটক ব্যক্তিরা হলেন: ১. মোঃ সবুজ আলী (৩৪), পিতা মোঃ আজিজুল হক; ২. মোঃ লুৎফর রহমান (২৯), পিতা মোঃ জব্বার আলী; ও ৩. মোঃ হাফিজুল ইসলাম (২৮), পিতা মোঃ নূর ইসলাম। সকলের ঠিকানা লালমনিরহাটের কালীগঞ্জ থানার লতাবর, চাপারহাট পোস্ট ও চন্দ্রপুর ১নং ওয়ার্ড।
ঘটনা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফেন্সিডিল পাচারসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযানে জব্দকৃত অটোরিকশাগুলো মাদক পরিবহনে ব্যবহৃত হতো বলে প্রমাণ মিলেছে। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসী অভিযানের সফলতায় সন্তোষ প্রকাশ করে মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের ভূমিকাকে স্বাগত জানিয়েছেন।
র্যাবের এই সাফল্য মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?