রাজবাড়ীর কালুখালী উপজেলার মাধবপুর বাজারের পশ্চিম পাশের জিয়া আলীর ছেলে ১৯ বছর বয়সি নীরবকে নিখোঁজ হওয়ার তিন দিন পর সালেপুর নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ সকালে স্থানীয়রা তার নিথর দেহ নদীতে ভাসতে দেখে।
স্থানীয় বাসিন্দা মোঃ মান্নান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, এক নিরীহ পরিবারের সন্তান নীরব (পিতা: জিয়াতালী) ছিল সহজ-সরল ও শান্ত স্বভাবের এক ছেলে। কারও সঙ্গে শত্রুতা ছিল না, ছিল না কোনো ঝামেলা । তিন দিন আগে নীরব নিখোঁজ হয়েছিল। পরদিনই একটি অজানা নাম্বার থেকে নীরবের পরিবারের কাছে মুক্তিপণের দাবি জানিয়ে ফোন আসে । অজানা ব্যক্তি হুমকি দেয় যে, আইনগত ব্যবস্থা নিলে নীরবের পরিণতি হবে ভয়াবহ ।
নীরবের পরিবার ওই হুমকির কারণে আতঙ্কে ছিল এবং কোন আইনগত পদক্ষেপ নেয়নি । তবে শেষ পর্যন্ত তা কোনো কাজে আসেনি । আজ সকালে নীরবের মরদেহ নদীতে ভাসতে দেখে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে ।
নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে । এখন পর্যন্ত হত্যাকারী কারা এটা জানা যায়নি ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?