সাব্বির হোসেন, (লালমনিরহাট প্রতিনিধি):
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর দায়িত্বে থাকা লালমনিহাটের দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় মানব পাচারের চেষ্টাকারী এক অভিযুক্তকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৩ মার্চ, ২০২৫ তারিখ সকাল সাড়ে ১২ টার দিকে তিনবিঘা করিডোর চেকপোস্টে নিয়মিত তল্লাশি চলাকালে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি মোঃ জয়নাল আবেদীন (৩৫), পিতা আজিজুল হক, শালদলী গ্রাম, পাটগ্রাম থানা, লালমনিরহাট। সে দিনাজপুরের কননাই গ্রামের ১৭ বছরে কিশোর শ্রী ধ্রুব, পিতা শ্রী দীপক কে ২০,০০০ টাকার বিনিময়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩২-এস থেকে আনুমানিক ২০ গজ অভ্যন্তরে অবস্থিত চেকপোস্টে জয়নাল ও ধ্রুবকে সন্দেহভাজন অবস্থায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জয়নাল তার মানব পাচারের পরিকল্পনা স্বীকার করে। ধ্রুবকে অবৈধভাবে ভারতে প্রবেশ করানোর চেষ্টা চালালে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।
আটককৃতদের পাটগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিজিবি’র কমান্ডিং অফিসার এ ঘটনায় সীমান্তে নজরদারি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। মানব পাচার রোধে অভিযান জোরদার করারও ঘোষণা দেওয়া হয়েছে।
স্থানীয়রা বিজিবি’র দ্রুত পদক্ষেপের প্রশংসা করলেও সীমান্তজুড়ে পাচারকারী চক্রের তৎপরতা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন। গত কয়েক মাসে এ অঞ্চলে এ ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বাহিনীর কঠোর নীতির দাবি উঠেছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?