সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম (৬০)কে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দুই সন্দেহভাজন আওয়ামী লীগ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) বিকেলে অভিযুক্ত হামিদুল ইসলাম শিশু (৩৫) ও ছাইয়াকুল ইসলাম (৩৩)-কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও সশস্ত্র হামলার মামলা নথিভুক্ত হয়েছে।
ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের সাথে তার দীর্ঘদিনের বৈরিতা চলছিল। গত ১৭ মার্চ শহিদুলের ছেলে মাহাইমুনুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী সমর্থকদের একাংশ মারপিট চালালে বিষয়টি থানায় মামলায় রূপ নেয়।
এতে ক্ষুব্ধ প্রতিপক্ষ শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ভুল্লারহাট বাজারে শহিদুলকে ঘিরে ধরে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে তার পা ক্ষতবিক্ষত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত নেতার পক্ষে ৯ নামজ্ঞাত ও ৭-৮ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলায় ইতিমধ্যে হামিদুল ও ছাইয়াকুলকে আটক করা হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, “মামলার এজাহার যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শহিদুল ইসলামের পরিবারের পক্ষ থেকে বিচার দাবি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই গ্রুপের মধ্যে উত্তেজনা এখনো রয়ে গেছে। পুলিশ অতিরিক্ত টহল জোরদার করেছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আহত শহিদুল ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে তার চিকিৎসা চলাকালীন পুলিশ হামলাকারীদের অন্যান্য সদস্যদের অনুসন্ধান চালাচ্ছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?