ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর ধামইরহাটে ধামইরহাট এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এবং বগুড়া টিএমএসএসের কারিগরি সহায়তায় মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারী শুরু হওয়া মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির আজ ছিল শেষ দিন।
রোববার (২৩ মার্চ) দুপুর বারোটার সময় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া করা বাড়িতে এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ করেন উপজেলা সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম।
ওয়ার্ল্ড ভিশন জানায়, মোবাইল মেরামতের উপর দক্ষতা বৃদ্ধিতে এবং যুব সমাজকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ধামইরহাট এপি ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এবং বগুড়া টিএমএসএসের কারিগরি সহায়তায় ১৮ জন যুবকদের মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ দেওয়া হয়। এতে করে তারা সামাজিক ও অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল জিহাদুল ইসলাম, জয়পুরহাট টিএমএসএস ট্রেনিং সেন্টারের ম্যানেজার আল আমিন, জয়পুরহাট টিএমএসএস ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক ইউসুফ আলী, এপি ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, মুকুল বৈরাগী প্রমুখ।
প্রশিক্ষণার্থী উইলিয়াম হাঁসদা বলেন, ‘বাবা মায়ের অভাবে সংসারে ঠিকমতো পড়াশোনা করতে পারছিলাম না। খুঁজছিলাম একটি কর্মসংস্থান। ওয়ার্ল্ড ভিশন এবং টিএমএসএসের সহযোগিতায় মোবাইল ফোনের উপর প্রশিক্ষণ শেষে একটি সনদ পেলাম।’
তিনি আরও বলেন, ‘এখন থেকে পড়াশোনার পাশাপাশি মোবাইল মেরামত করে যে অর্থ পাবো তা দিয়ে পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবো।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?