মোঃ জিয়াউল ফকির, পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে গিয়েছিলেন এক যুবক। তবে কাজী আনতে গিয়ে ঘটে বিপত্তি—বন্ধুর কাছে রেখে যাওয়া প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় সেই বন্ধু নিজেই! শেষ পর্যন্ত ধরা পড়েছেন দুজনই, আর মামলার জেরে ঠাঁই হয়েছে কারাগারে।
ঘটনাটি ঘটে গত সোমবার (১৭ মার্চ) ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামে।
মামলার তথ্য অনুযায়ী, ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অটোরিকশাচালক মো. হাসান (২৯) একই এলাকার এক কিশোরীর (১৪) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্ক গভীর হলে তারা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বন্ধু মো. ইলিয়াস খান (২৩)-এর সহায়তায় কিশোরীকে নিয়ে ভান্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে যান হাসান। সেখানে প্রেমিকাকে বন্ধুর কাছে রেখে কাজী আনতে গেলে, সেই সুযোগে ইলিয়াস কিশোরীকে নিয়ে পালিয়ে যান।
এরপর প্রেমিক হাসান অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। তবে ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও কিশোরী ভান্ডারিয়া বাজারে আসলে স্বজনরা তাদের ধরে ফেলেন।
এ ঘটনায় কিশোরীর পরিবারের কেউ মামলা না করলেও, সংশ্লিষ্ট ওয়ার্ডের চৌকিদার মো. জামাল আকন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনোয়ার জানান, কিশোরীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। সেই মামলায় অভিযুক্ত হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?