ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায় যুবদলের ইফতার মাহফিলের মঞ্চ ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় বিএনপি দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যুবদলের ব্যানারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সে আয়োজনে দাওয়াত না পাওয়ায় স্থানীয় বিএনপি নেতা পিয়ার আলী তার অনুসারীদের নিয়ে হামলা চালিয়ে মঞ্চ ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।
ফেলে দেওয়া হয় রোজাদারদের জন্য রান্না করা ১৫ পাতিল বিরিয়ানি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে যুবদল নেতা মো. জহির বলেন, “পিয়ার আলীকে দাওয়াত না দেওয়ায় তারা মঞ্চ ভাংচুর করে। খাবার নষ্ট করে চলে গেছে।”
আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি পিয়ার আলী বলেন, “যে ব্যক্তি এই আয়োজন করেছে তার বিএনপিতে কোনো পদবী নেই। সে কেন এমন আয়োজন করবে। এ বিষয়ে আমি পরে কথা বলবো।” এর বাইরে হামলা প্রসঙ্গে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?