শেখ নজরুল ইসলাম (তালা উপজেলা প্রতিনিধি)
তালা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার পরবর্তী প্রেসক্লাবে বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে সহ-সভাপতি সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম সাতক্ষীরা জেলার নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি হাসানুর রহমান হাসান, সহ-সভাপতি মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান (মিঠু)।মোঃআলআমিন হোসেন ,নুরইসলাম মোঃ মনিরুজ্জামান,কুদ্দুস পাড়, মোঃশাহীন, মো: ইমন ইসলাম আব্বাজ, মোঃহাফিজুররহমান প্রভাষক নাজমুল হোসেন, হাফিজুর রহমান, আবু সাঈদ,শেখ নজরুল ইসলাম , সানজিদুল হক ইমন , মোখলেছুর রহমান,
সৈয়দ আজম ,মীর আব্দুল মিল্টন, জমিরউদ্দীন মোল্লা,জামালুলবান্না,আল মামুন মোড়ল সহ অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে অর্ধ শতাধিক এর বেশি সাংবাদিক সদস্য, রাজনৈতিক নেতা ও সুধীসমাজের প্রতিনিধি অংশ নেন।
সভার পবিত্র কোরআন তেলাওয়াত শুরুতে আলোচনা শেষে দোয়া মোনাজাত ও ইফতারের মাধ্যমে শেষ হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?