মোঃ হাসনাইন আহমেদ, ভোলা :
নিজাম-হাসিনা ফাউন্ডেশন এর উদ্যোগে ভোলার সাংবাদিক সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ শে মার্চ) নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদে এ ইফতার ও দোয়ার আয়োজন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমদ।
এসময় নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, ভোলার সাংবাদিক বন্ধুদের সাথে একসাথে তেমন দেখা হয়না। তাই বিশেষ কোন উল্লেখ্য ছাড়াই একসাথে ইফতারের মাধ্যমে সবাই সবার খোঁজখবর নেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন। এসময় তিনি বলেন, মানুষ মরণশীল, অতএব আমরা মরে গেলেও নিজাম-হাসিনা ফাউন্ডেশন যেন ভোলার মানুষের কাজে বা উপকারে আসে, এজন্যই নিজাম হাসিনা ফাউন্ডেশন গড়ে তোলা।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ড. এডভোকেট আমিরুল ইসলাম বাছেত, দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, মুতাছিন বিল্লাহ, প্রথম আলোর জেলা প্রতিনিধি নেয়ামত উল্লাহ, সময় টিভির প্রতিনিধি জেলা নাসির লিটন, একুশে টিভি জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু, সাংবাদিক শিমূল চৌধুরী, সাংবাদিক আবদুস সহিদ তালুকদার, এশাত্তর টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, মনির সাজওয়াল, মনিরুল ইমলাম, ভোলা টাইমস সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, মশিউর রহমান পিংকু, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, মাইটিভি প্রতিনিধি আরিফ হোসেন লিটন, কালের কণ্ঠের প্রতিনিধি ইকরামুল আলমসহ প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভোলার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নিজাম উদ্দিন আহমদ দ্বীপজেলা ভোলায় অসংখ্য মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বৃদ্ধাশ্রম নির্মান করেছেন। পাশাপাশি পেশাদার গণমাধ্যম কর্মীদের জন্য অত্যাধুনিক ভোলা প্রেসক্লাব ভবন নির্মানে বিশেষ ভূমিকা রাখেন। এমনকি ভোলার অসহায় দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসার জন্য একটি চক্ষু হাসপাতাল নির্মান করেছেন। সেখানে গত এক দশকে হাজার হাজার মানুষ চক্ষু রোগের চিকিৎসা সেবা পেয়েছেন। বর্তমানে তিনি উকিল পাড়া নিজাম হাসিনা কমপ্লেক্স এ কিডনি, হার্টসহ অন্যান্য রোগের জন্য ৮ তলা বিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল ইউনিট নির্মান কাজ করছেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?