নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা জেলা শহরের নিজ ঘর থেকে মাজেদা বেগম (৬১) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।পরিবাবারের দাবী শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মালামাল লোড করেছে চোর চক্র। আজ শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের আরামবাগ এলাকা থেকে সদর মডেল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মাজেদা বেগম আরামবাগ এলাকার মৃত আরজান আলীর স্ত্রী।নিহত মেয়ের জামাই মো আশরাফুল ইসলাম বলেন, তার শ্বাশুরি মাজেদা বেগম বাসায় একা থাকতেন। আমি স্ত্রী সন্তান নিয়ে ঢাকা থেকে বিকালে বাসায় আছি। সেহেররীর সময় থেকে ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা যায়নি।
পরে বিকালে বাসায় পৌঁছে আমার স্ত্রী মেজো বোন দিতিকে ভিডিও কল দিয়ে তার মাকে দেখতে চায়। দিতি ঘরের পেছনের জানালা খোলা ও দরজা ভাঙ্গা দেখে ঘরে প্রবেশ করেন। তারপর ঘরে বিছানায় তার মায়ের নিতর দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে বিষয়টি জনালে তারা এসে মরদেহ উদ্ধার করে। এসময় তারা ঘরের মধ্যে মায়ের কানের দুল ও মোবাইল পায়নি। আলমারির দরজাও খোলা ছিলো, তাছাড়া মৃতদেহের গলায় গামছা জড়ানো ছিল। তাদের ধারণা চুরি করতে এসে শ্বাসরোধ করে হত্যা করে।
নেত্রকোনা মডেল থানার ওসি মো. কাজী শাহ নেওয়াজ জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?