নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার চিলাহাটি ফাজিল মাদ্রাসায় বিকেল পাঁচটায় এই ইফতারের ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিএনপি ও তার অঙ্গ
সংগঠনে হাজার হাজার নেতা কর্মী সহ স্থানীয় সুধীমহল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
ভোগডাবুরী ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম কাজলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সহ-সভাপতি আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আজাদ, যুগ্ম সম্পাদক রেজাউল করিম বিএসসি, জিয়া পরিষদের সদস্য সচিব প্রভাষক দেলোয়ার হোসেন, ভোগডাবুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ সহ উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভার শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত শেষে মনোরম পরিবেশে ইফতার পরিবেশন করা হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?