মজিবর রহমান,মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অজ্ঞাত নারীর গলাঁ কাটা লাশ উদ্ধারের পর জেলা মর্গে ময়না তদন্ত শেষে বুধবার (১৯ মার্চ) জেলা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশের দাফন কার্য সম্পন্ন হয়েছে।
এর আগে মঙ্গলবার( ১৮ মার্চ) বিকেলে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামের জনৈক মিরাজ মিয়ার এর পরিত্যক্ত বাড়ির বাগানে অজ্ঞাত নারীর গলাকাটা অর্ধ গলিত লা’শ উদ্ধার করেন থানা পুলিশ। স্থানীয়রা ওই লাশ দেখতে পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ খবর দেয়।
এরপর পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ হালিম তালুকদার ঘটনাস্থাল পরদর্শন করে ওই নারীর লাশ বিকৃত আবস্থায় বাগান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠান। থান পরিদর্শক (তদন্ত)আঃ হালিম তালুকদার জানান,অজ্ঞাত গলাকাটা নারীর লাশ উদ্ধার পরবর্তী জেলা মর্গে ময়না তদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশের দাফন সম্পন্ন করা হয়েছে।ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
এ বিষয় মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে এবং লাশের পরিচয় ও খুনিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?