সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় আদিতমারী থানার সাপ্টিবাড়ি ইউনিয়নের সাপ্টিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে এ অভিযান চালানো হয়।
জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম অভিযানটি পরিচালনা করে।
এ সময় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের সময় মাদক কারবারি মোঃ আব্দুল লতিফ (৩৫)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, “মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের সকল ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে। যে কোনো মাদকবিরোধী তথ্য পুলিশের সাথে শেয়ার করতে আমরা জনগণকে অনুরোধ করছি।”
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ কর্তৃপক্ষ জনগণকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে এবং যে কোনো অসামাজিক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে বা স্থানীয় থানায় জানানোর অনুরোধ জানিয়েছে।
মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করারও ডাক দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?