আব্দুল্লাহ আল মামুন,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইল সমন্বয় সভা ও সৌহার্দ্য ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপাটি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) টাঙ্গাইল শাখার আয়োজনে ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহ্ফিলে অংশ নেয় টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, মাল্টিপাটি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) টাঙ্গাইল শাখার সহ-সভাপতি ও জেলা মহিলা দলের
সাধারণ সম্পাদক রক্সি মেহেদী,সংগঠনের সাধারণ সম্পাদক ও জেলা যুব দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমিন খান, জেলা কৃষক দলের আহবায়ক শামীম আল মামুন ও শাহীন চাকলাদার প্রমুখ।
এ সময় জেলা বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেত্রীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?