মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রতিনিধিঃ
ভোলা, ১৫ মার্চ: ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ভোলা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকাল ৪টায় ভোলায় এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ডাঃ এম ডি মিজানুর রহমান। এতে সংগঠনের সদস্যরা অংশ নেন এবং কুশলাদি বিনিময়সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় নবগঠিত কমিটিতে ডাঃ শরীফ আহমেদ (পিন্টু) কে সভাপতি ও ডা: এমডি মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি- ডাঃ আব্দুল মলেক ,ডাঃ মোঃ শাহ আলম ,ডাঃ লুৎফর রহমান সেলিম , যুগ্ম সম্পাদক: ডাঃ মাকলুকুর রহমান ,
ডাঃ রাসেল আহমেদ ভূঁইয়া ,সাংগঠনিক সম্পাদক: ডাঃ আবু মাহমুদ তালহা সাদী ও নির্বাহী সদস্য: ডাঃ তৈয়বুর রহমান,ডাঃ ফাইজুল হক,ডাঃ ইমতিয়াজ বেলাল,ডাঃ শাহীন চৌধুরী,ডাঃ রাশেদুল ইসলাম (সৈতু)
নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?