শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সিংগাইরে সায়েস্তা ইউনিয়ন পরিষদ সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

সোহেল রানা, সিংগাইর প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মো. মঞ্জুরুল ভূইয়ার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগে পদত্যাগ দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টায় সায়েস্তা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শায়েস্তা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে […]

প্রতিনিধি ডেস্ক

১৮ মার্চ ২০২৫, ১৫:০২

সোহেল রানা, সিংগাইর প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) মো. মঞ্জুরুল ভূইয়ার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগে পদত্যাগ দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টায় সায়েস্তা ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শায়েস্তা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক গাজী ইউনুছ আলী, সহ -সভাপতি শায়েস্তা ইউনিয়ন বিএনপি আব্দুল ওহাব বেপারী,

শায়েস্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মুন্নাফ, শায়েস্তা ইউনিয়ন ছাত্রদল সহ-সভাপতি মাহফুজ হাসান সিয়াম, সায়েস্তা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্যা মহিদুর রহমান, ইউনিয়ন যুবদল সদস্য সচিব সুলাইমান বিকাশ,

৪ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম, সিংগাইর উপজেলা যুবদলের আশরাফুল ইসলাম দিপু, ইউনিয়ন যুবদল নেতা রাজিব খান, ভুক্তভোগী আব্দুল গফুর ও মো. সুরুজ প্রমূখ।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের অঙ্গীকারনামা, প্রত্যয়নপত্র, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে নানা অযুহাতে টালবাহানা শুরু করেন। পরে নিরুপায় হয়ে ঘুষ দিয়ে সেবা নেন।

বক্তারা আরো অভিযোগ করে বলেন, ‘সায়েস্তা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মঞ্জুররল হক পরিষদের যোগদানের পর থেকেই ঘুষ ছাড়া কোনো কাজ করেন না।

ঘুষ না দিলে তিনি নানাভাবে মানুষকে হয়রানি করেন।’ অভিযুক্ত সচিবের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ দাবী জানান স্থানীয়রা।

সারাদেশ

ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করায়,সেই যুবদল নেতা আটক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তার দাবি করে আলোচনায় আসা যশোর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী ওরফে জনিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার খিলক্ষেতের তালের টেক থানার দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা […]

ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করায়,সেই যুবদল নেতা আটক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ১৭:৩৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহায়তার দাবি করে আলোচনায় আসা যশোর জেলা যুবদলের বহিষ্কৃত নেতা ইস্কান্দার আলী ওরফে জনিকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকার খিলক্ষেতের তালের টেক থানার দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল হক ভূঁইয়া।

৪২ বছর বয়সী ইস্কান্দার আলী ছিলেন যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। যশোর জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্যমতে, তিনি জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এছাড়া, বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো ও হুমকি দিয়ে আসছিলেন।

জনি সম্প্রতি এক ফেসবুক লাইভে দাবি করেন, ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে অবস্থানকালে তাকে ভারতে পালাতে সাহায্য করেছিলেন তৎকালীন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক। তার এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়।

তবে যশোর জেলা বিএনপি ও যুবদলের নেতারা এই বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তাকে দল থেকে বহিষ্কার করে। সেনাবাহিনী ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় সাইবার নিরাপত্তা আইনে একাধিক মামলা করা হয়।

আত্মগোপনে থাকা জনিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে আটক করে ডিবি। আজ (২৬ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সারাদেশ

সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাব থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সিএমপি সূত্রে জানা গেছে, রোববার রাতে তিনি ক্লাবের একটি রুমে রাত্রিযাপনের জন্য ওঠেন। সোমবার সকালে তার সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভাঙা হয়। […]

সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ আগস্ট ২০২৫, ১৫:৪৭

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাব থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিএমপি সূত্রে জানা গেছে, রোববার রাতে তিনি ক্লাবের একটি রুমে রাত্রিযাপনের জন্য ওঠেন। সোমবার সকালে তার সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভাঙা হয়। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এম হারুন উর রশিদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তবে তিনি ঢাকায় বসবাস করতেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, সাবেক সেনাপ্রধান হারুন রোববার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছেন। বিকেল ৪টায় তিনি চট্টগ্রাম ক্লাবের একটি ভিআইপি কক্ষে ওঠেন।

ঘণ্টাখানেক পর তিনি ক্লাব থেকে বেরিয়ে রাত পৌনে ১১টায় ফেরেন। কক্ষে ঢোকার আগে তিনি ডেস্কে গিয়ে ব্রেকফাস্টের সময় জেনে নেন। সকাল ১০টা পর্যন্ত দরজা না খোলায় কক্ষের পেছনের জানালা দিয়ে দেখা যায়, বিছানার ওপর তিনি নিথর অবস্থায় পড়ে আছেন।

সাবেক সেনাপ্রধানের নিকটাত্মীয় এনাম আহমেদ বলেন, আজ উনার একটি মামলায় আদালতে হাজিরার কথা ছিল। সেজন্যই মূলত তিনি ঢাকা থেকে এসেছিলেন। চট্টগ্রাম ক্লাবের ভিআইপি রুমে একাই ছিলেন। সম্ভবত স্ট্রোক করে মারা গেছেন।

এম হারুন উর রশীদের বয়স প্রায় ৭৫ বছর। তিনি বীরপ্রতীক খেতাবে ভূষিত একজন বীর মুক্তিযোদ্ধা। ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৬ জুন পর্যন্ত তিনি দেশের দশম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

অবসরে যাওয়ার পর হারুন উর রশিদ ডেসটিনির সঙ্গে ব্যবসায় যুক্ত হন। এ নিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি সাজাপ্রাপ্ত হয়ে জেলও খেটেছিলেন।

সারাদেশ

শেরপুরে ইয়াবাসহ ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) রাতে উপজেলার কালাকুমা বৈশাখী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ। এদিকে ঘটনার পরই ছাত্রদল […]

শেরপুরে ইয়াবাসহ ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

শেরপুরে ইয়াবাসহ ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক

২৬ আগস্ট ২০২৫, ১১:১৫

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। এ সময় তার কাছ থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) রাতে উপজেলার কালাকুমা বৈশাখী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ। এদিকে ঘটনার পরই ছাত্রদল নেতা আশিককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে ।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টায় উপজেলার কালাকুমা বৈশাখী বাজার এলাকায় র‌্যাব -১৪ অভিযান চালিয়ে আশিক মাহমুদকে ১৪৫ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারবকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪৩ হাজার ৫শ টাকা। পরে র‌্যাব সদস্যরা আশিককে নালিতাবাড়ী থানায় সোপর্দ করলে সোমবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ১৪৫ পিস ইয়াবাসহ আশিককে রবিবার রাতেই থানায় সোপর্দ করে র‌্যাব । সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


এদিকে সোমবার বিকেলে শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ বাবু সিদ্দিকী ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিক মাহমুদকে প্রাথমিক সদস্যসহ সব সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।