প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের তারাকান্দায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের অভিযানে গুড়িয়ে দেওয়া হলো “হাসান ব্রিকস”নামের অবৈধ ইটভাটা। ইটভাটাটি উপজেলার ৪নং গালাগাঁও ইউনিয়নের কলহরি গ্রামে অবস্থিত ছিলো ( তার আগে শাহজাহান সাহেব এর ইটখোলা নামে সবাই চিনতো)।
একইসাথে অভিযান পরিচালনার সময় ইটভাটাটির মালিককে ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়।
ইটখোলায় জ্বালানি হিসাবে ব্যবহৃত হচ্ছে আমদানিকৃত নিুমানের কয়লা। এ কয়লা পোড়ানোয় প্রচুর পরিমাণে ছাই তৈরি হয়। অন্যদিকে ইটভাটা থেকে বায়ুমণ্ডলে দূষিত উপাদানও যোগ হচ্ছে।
এসব দূষিত উপাদানের মধ্যে পার্টিকুলেট ম্যাটার, কার্বন মনোঅক্সাইড, সালফার অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড প্রতিনিয়ত বায়ুমণ্ডলে নির্গত হচ্ছে। যা জনজীবন হুমকির শিকার হচ্ছে দিনের পর দিন।
পরিবেশ সংরক্ষণ আইন, ২০১০ ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এ বলা হয়েছে, বসতি এলাকা, পাহাড়, বন ও জলাভূমির এক কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা করা যাবে না। কৃষিজমিতেও ইটভাটা অবৈধ। অথচ দেশের প্রায় শতভাগ ইটভাটা এই আইন মানছে না।
পরিবেশ অধিদপ্তরের হিসাবে, দেশে মোট ৭ হাজার ৮৬টি ইটভাটা চালু আছে। এর মধ্যে ৪ হাজার ৫০৫ ইটভাটার পরিবেশ ছাড়পত্র নেই। এসব ইটভাটায় বছরে প্রায় ৩ কোটি ৫০ লাখ ইট তৈরি হচ্ছে। এসব ইটভাটার বছরে ১৩ কোটি মেট্রিক টন মাটি লাগে।
১৬ মার্চ(রোববার)দুপুর সাড়ে ১২ টায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সৈয়দা তামান্না হোরায়রার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর,যৌথবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ইটভাটাটির চুল্লির আগুন নিভিয়ে দেন।এসময় এসকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ইটভাটাটির বিভিন্ন অংশ।
এ বিষয়ে তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সৈয়দা তামান্না হোরায়রা সাংবাদিকদের বলেন-দেশব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তারাকান্দার গালাগাঁও ইউনিয়নের কলহরি গ্রামে মেসার্স হাসান ব্রিকস নামের ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তরসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি প্রদর্শণে ব্যর্থ হওয়ায় ভাটাটিকে গুড়িয়ে দেওয়াসহ মালিকের কাছ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা সংরক্ষণ আইনের-২০১৩ এর ৫(২) ধারা ভঙ্গের জন্য ১৫(১) ধারায় এই জরিমানা আদায় করা হয়েছে বলেও জানান সহকারী কমিশনার(ভূমি)সৈয়দা তামান্না হোরায়রা।
হাসান ব্রিকসে অভিযান পরিচালনার সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন-পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের পরিদর্শক মো. রুকন মিয়া,সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশের সদস্যগণসহ ফায়ার সার্ভিসের কর্মীরা।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?