মোঃ হাসনাইন আহমেদ, ভোলা প্রতিনিধিঃ
সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোলা জেলা জাতীয়তাবাদী মহিলা দল ও নির্যাতিত নারী ও শিশুদের আইনী ও স্বাস্থ্য সহায়তা সেল ভোলা জেলা ইউনিট। সোমবার (১৭ মার্চ) দুপুরে ভোলা শহরের প্রাণকেন্দ্র সদর রোডের কে-জাহান মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট সাজেদা আখতারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাছেদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাহাজাদী ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক নিগারুন নাহার রিংকু প্রমুখ।
এসময় উপস্থিত আরো ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু সহ বিভিন্ন উপজেলার মহিলা দলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সম্প্রতি সময়ে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বেড়েই চলছে। নারী নির্যাতনের সঙ্গে জড়িত নরপিচাশদের কাছে ৭-৮ বছরের শিশুরাও নিরাপদ নয়। তাই সকল নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর শাস্তিসহ দ্রুত আইনী ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির নিশ্চিত করার দাবি জানান তারা।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?