নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় গৃহবধূ কে ধর্ষণ করে ভিডিও ধারণ করার পর কাউকে জানালে স্বামী-স্ত্রী দুইজন কে জবাই করার হুমকি দিয়েছে ধর্ষণকারীরা।
সোমবার (১৭ মার্চ) বিকালে ভুক্তভোগী নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: কলিমুল্লাহ-এর কাছে মর্মান্তিক ঘটনার বর্ণনা দেন। সন্তানের জননী ৪০ বছর বয়সী হিন্দু ধর্মাবলম্বী ঐ গৃহবধু নিজ ঘরে ধর্ষণের শিকার হয়েছেন।
জানা যায়, রবিবার (১৬ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার রহিমাবাদ এলাকায় ঘটনাটি ঘটেছে। ধর্ষণের সময়কার ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে ধর্ষণে সহযোগীরা এবং ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রীকে দুজনকেই জবাই করে হত্যা করার হুমকি দিয়ে চলে যায় তারা।
ভুক্তভোগীর বর্ননায় জানা জানা যায়, রবিবার রাতে তারাবি নামাজ চলাকালে বৃষ্টির হচ্ছিল। তখন একই এলাকার রতন মিয়ার পুত্র রাকিব মিয়া (৩২) অজিত চন্দ্র দেবনাথ এর বাড়িতে ঢুকে এবং তার স্ত্রীকে ঘরে পেয়ে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় রাকিবের দুই সহযোগী ধর্ষণের মোবাইল দিয়ে ভিডিও করে। সেই সাথে রাকিব ও তার তার সহযোগীরা গৃহবধূর কানে ও গলায় থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং সাথে চলে যাবার সময় ঘটনাটি কাউকে জানালে স্বামী-স্ত্রী দুজনকেই জবাই করে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন করে বলেন, ধর্ষক রাকিব একজন মাদক কারবারী ও সেবনকারী। সে একাধিক মাদক মামলার আসামী, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ বলেন আরও বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ইন্সপেক্টর তদন্তকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেছি।
অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। দ্রুততম সময়ের মধ্যেই তারা গ্রেপ্তার হবে।