নাটোর প্রতিনিধি ঃ
নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সাকিবুল হাসান স্বচ্ছ নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।
১৬ মার্চ (রোববার) রাত ১০:০০ টার দিকে তাকে সিংড়া বাজার এলাকা থেকে আটক করা হয়। আটককৃত যুবক সিংড়া উপজেলার ১২ নং রামানন্দ খাজুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোষ্টে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তিুমুলক মন্তব্য করেছে ওই যুবক। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো মন্তব্য করার পরিপ্রেক্ষিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
এরপরে স্থানীয় উত্তেজিত জনতা থানায় বিচার দাবি করেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরে পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ মুসলিম জনতা থানা ত্যাগ করেন।