সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার নামতারী রেলগেট এলাকা থেকে কুখ্যাত অপরাধী আলম উপাধি রাজু (২৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাতে চালানো অভিযানের অংশ হিসেবে একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে রাজুর বিরুদ্ধে সক্রিয় চারটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর মধ্যে একটি পরোয়ানার ভিত্তিতে রাতের অপারেশনে সফলতা পায় পুলিশ।
রাজুর বিরুদ্ধে লালমনিরহাট, গাইবান্ধা, বগুড়া, রংপুর ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র সংরক্ষণ ও মাদক সংক্রান্ত মোট ১০টি মামলা রুজু রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় ছিলেন এবং পুলিশের “সর্বাধিক সন্ধানিত” তালিকায় নাম ছিল তার।
স্থানীয়রা অভিযোগ করেন, রাজু ও তার সঙ্গীরা এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
গ্রেপ্তারের পর পুলিশের জেরায় অপরাধী রাজু বিভিন্ন অপরাধী চক্র, মাদক পাচারের নেটওয়ার্ক ও অস্ত্র সরবরাহকারীদের সম্পর্কে তথ্য দিয়েছেন বলে জানান ওসি নুরনবী।
তিনি বলেন, “এ অভিযান আমাদের জন্য বড় সাফল্য। রাজুর কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে আরও বেশ কিছু অপরাধীকে শনাক্তের কাজ চলছে।”
স্থানীয় বাসিন্দাদের মতে, রাজুর গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে। একই সঙ্গে তারা দাবি করেন, রাজুর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার না করলে আবারও অপরাধ প্রবণতা বাড়তে পারে। পুলিশ জানিয়েছে, রাজুকে আদালতে হাজির করে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে।