যশোরের ঝিকরগাছা উপজেলায় এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও দফতর সম্পাদকসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ঝিকরগাছার গদখালি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাপ্পী, দফতর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাবেদ হোসেন ও আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী আত্মীয়ের বাসা থেকে ফেরার পথে গদখালী বাজারের ফুল মোড়ে নামেন। সেখানে অভিযুক্তদের সঙ্গে তার পরিচয় হয়। কৌশলে তারা তাকে ফুলবাগান দেখানোর কথা বলে পটুয়াপাড়া গ্রামে নিয়ে যায়। এরপর জাবেদ হোসেনের লিচুবাগানে নিয়ে গিয়ে চারজন মিলে তাকে দলবদ্ধ ধর্ষণ করে এবং পালিয়ে যায়।
পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, “অভিযুক্তরা ভুক্তভোগীকে প্রতারণার মাধ্যমে লিচু বাগানে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে।”
তিনি আরও জানান, “এ ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
বর্তমানে ভুক্তভোগী তরুণী ঝিকরগাছা থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং তার চিকিৎসা ও মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ দ্রুততম সময়ে মামলার তদন্ত সম্পন্ন করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।