সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের পূর্ব সারডুবি গ্রামে এক মর্মান্তিক ধর্ষণ ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) বিকেলে ৫ বছরের এক শিশুকে তার চাচা রবিউল ইসলাম (১৫) ধর্ষণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে ভাস্তির পরিবার বাইরে থাকার সুযোগে রবিউল তাকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘরে এসে তাকে উদ্ধার করে।
আহত শিশুটিকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে গুরুতর অবস্থার কারণে তাকে লালমনিরহাট জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন।
ধর্ষণের অভিযোগে রবিউল ইসলামকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন নবী। তিনি জানান,
“ঘটনার খবর পেয়ে আমরা তৎপর হই। কয়েক দফায় অভিযান চালিয়ে রবিউলকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া চলছে।”
স্থানীয় বাসিন্দাদের মতে, রবিউল অভিযুক্তের বাবা শহিদুল ইসলামের সাথে সে গ্রামেই থাকে। পরিবার ও প্রতিবেশীরা ঘটনায় হতবাক।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষক কিশোর হওয়ায় শিশু আইন অনুযায়ী তার বিচার প্রক্রিয়া চলবে। শিশুটির পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো ঘটনায় তদন্তের তাগিদ দিয়েছে।