জুয়েল রানা, রৌমারী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে সুরজ্জামান এর ছেলে আরিফুল ইসলাম আরিফ হোসেন (২২) কে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা । পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ মার্চ) দিনগত গভীর রাতে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরের গ্রাম এলাকায়। নিহত আরিফ হোসন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কথিত বড়ভাই সুরুতজামানের ছোট ছেলে।
নিহতের বড় ভাই আনোয়ার হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরধরে আমার ছোট ভাইকে সুপরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় খুনিরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়া দিন রয়েছে । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
যুবকের হত্যার ঘটনা প্রসঙ্গে সিনিয়র সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) মোমিনুল ইসলাম বলেন, কি কারনে খুন হয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি।তবে এ বিষয়ে তদন্ত চলোমান।